বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উইকিপিডিয়ায় সম্পৃক্ত করতে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হয় উইকি এডুকেশন প্রোগ্রাম। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এডুকেশন প্রোগ্রামের সর্বপ্রথম সংস্করণে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বুয়েট এনার্জি ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে বুয়েট শিক্ষার্থীরা নিজ নিজ ডিপার্টমেন্টের নানা বিষয়ে নিবন্ধ লেখেন অনলাইনে বাংলা ভাষার বৃহত্তম উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায়।
প্রকৌশল ও প্রযুক্তিগত বিষয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্যের পরিমাণ অত্যন্ত কম। প্রয়োজনীয় তথ্য খুঁজে না পাওয়ায় অনেককেই ইংরেজি নিবন্ধের আশ্রয় নিতে হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নানা কোর্সের মাধ্যমে যে জ্ঞান লাভ করেন, তা তাঁরা চাইলেই অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এ দুই উদ্দেশ্যের মেলবন্ধন ঘটাতেই মূলত বুয়েটে উইকি এডুকেশন প্রোগ্রামর আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে এই আয়োজন শেষ হয় ১২ মে।
বুয়েটে আয়োজিত এই কার্যক্রমে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, পুরকৌশলসহ বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয়ে মোট ১০৩টি নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় তৈরি হয়েছে। অংশগ্রহণকারীদের শুভেচ্ছা স্মারক হিসেবে সনদ ও স্যুভেনির প্রদান করা হয়।
উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যৌথভাবে আয়োজনকৃত উইকি এডুকেশন প্রোগ্রামের সংবাদ আজকের কালের কণ্ঠে: https://www.kalerkantho.com/.../tech.../2021/05/18/1033947 (ছবি: ই-কালের কণ্ঠ থেকে)
আরো কিছু মিডিয়াতে প্রকাশিত সংবাদ:
টেকশহর: https://techvision24.com/computech/national/6406/
সংবাদ: http://sangbad.net.bd/news/it/34848/
দ্য ওয়ার্ল্ড নিউজ: https://theworldnews.net/.../deshe-prthmbaarer-mto...
উইকি এডুকেশন প্রোগ্রামে আমার অনুবাদকৃত ৫টি নিবন্ধঃ
Souvenirs for the completion of "Wikimedia Education Program 2021".
I have been an author of BigganBlog (বিজ্ঞানব্লগ) since April 21, 2021. Here's my author link
স্টেজে দর্শকের সামনে কথা বলতে গেলে আমাদের সকলেরই হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়ে, আমরা ঘামতে থাকি। পাশাপাশি আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যায়। এই উদ্দীপনার মূলে রয়েছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা আমাদের দেহকে আসন্ন বিপদের মুখোমুখি হতে তৈরি করে। এই মনস্তাত্ত্বিক চাপ হতে মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের জ্বর হতে পারে। কিন্তু আমরা কি জানি এই ঘটনার পেছনে কোন স্নায়বিক প্রক্রিয়া কাজ করছে?
না জেনে থাকলে এখনই পড়ে নিন মানসিক চাপে দেহের তাপমাত্রা বাড়ে কেন?
(লেখাটি Nature এ প্রকাশিত আর্টিকেল “How stress can cause a fever” এর ভাবানুবাদ)
আপনাকে যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, এই প্রশ্নটি করা হয় তবে আমি নিশ্চিত আপনি তৎক্ষণাৎ উত্তরটি বলবেন -“মাউন্ট এভারেস্ট”। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর গভীরতম স্থান কোনটি এবং কোথায় এটি অবস্থিত?
আজকের এই লেখায় আলোচনা করেছি পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ(খাদ) নিয়ে যা প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের গভীরতম সমুদ্রখাদ।
তাহলে আর দেরি কেন- এখনই পড়ে নিন "মারিয়ানা ট্রেঞ্চঃ পৃথিবীর গভীরতম স্থান"
বিজ্ঞান ব্লগে প্রকাশিত আমার সকল লেখা পড়তে এখানে ক্লিক করুন
বিজ্ঞানকে আত্মস্থ করতে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার কি কোনো বিকল্প হয়? আর তাই প্রিয় বাংলাদেশের সর্বস্থরের মানুষের মাঝে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সৌরভকে ব্যাপিত করার প্রয়াসে জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী ব্যাপন আয়োজন করছে "ব্যাপন ১ম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২১"। এবারের আয়োজনের স্লোগান তাই "বিজ্ঞানের সৌরভ ব্যাপিত হোক মাতৃভাষা বাংলায়"।
কিশোর বিজ্ঞান সাময়িকী "ব্যাপন"-এ প্রকাশিত হয়েছে আমার লেখা "মানসিক চাপে দেহের তাপমাত্রা বাড়ে কেন?"
মানসিক চাপের মুহূর্তে আমাদের নার্ভাস হয়ে যাওয়ার পেছনে কারণ জানতে লেখাটি পড়ে নিন ।(লেখাটি Nature এ প্রকাশিত আর্টিকেল “How stress can cause a fever” এর ভাবানুবাদ)
ব্যাপন এর ফেসবুক পেইজঃ
https://www.facebook.com/ByaponSM/
ওয়েবসাইটঃ
গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক প্রকাশিত সাময়িকী "মাসিক গণস্বাস্থ্যে" প্রকাশিত আমার লেখা :